মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পতিত আওয়ামীলীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে কড়া নিরাপত্তায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে তোলা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে শহরের আদালত এলাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে নিয়ে আসা হয় প্রবীন এই রাজনীতিককে। বিচারকার্য শুরু হওয়ার আগ পর্যন্ত সেখানকার হাজত খানায় রাখা হয় তাকে। এর পর সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে শুরু হয় বিচার কাজ।

আদালত সূত্রে জানা যায়, সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এর উপর দায়ের হওয়া মামলায় (জিআর-২৪৯/২৪, শ্রীমঙ্গল থানা মামলা নং-২৪) মৌলভীবাজার-২ আমলী আদালতে তাঁকে তোলা হলে উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুরু হয় শুনানী। এসময় ৫দিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক এম মিজবাউর রহমান ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হলে ফের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয় সাবেক এই মন্ত্রীকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতের পরিস্থিতি ছিলো স্বাভাবিক এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

এর আগে ২৪ নভেম্বর রবিবার সন্ধ্যায় সাবেক এ মন্ত্রীকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে আব্দুস শহীদের ঢাকাস্থ উত্তরার বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান নগদ অর্থ,বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারসহ তাকে আটক করা হয়।

(একে/এএস/নভেম্বর ২৭, ২০২৪)

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০২৪)