সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোংলায় সবিতা মল্লিক (৩৪) নামে এক গৃবধূকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী। গিয়ে আহত করা হয়েছে। সোমবার রাতে মোংলা উপজেলার আরাজী মাকড়ঢোন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার মাকোরঢোন এলাকার সুনীল মল্লিকের স্ত্রী।  

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানায়, সোমবার রাত ৮টার দিকে মোংলা পৌর শহরের আরাজী মাকড়ঢোন এলাকার মেছের শাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়ি যান আরাজী মাকড়ঢোন গ্রামের কালিপদ মন্ডল ওরফে কালুর ছেলে তন্ময় মন্ডল (৩৫)। তন্ময় মন্ডল এসময়ে নিহত নারীর স্বামী সুনীল মন্ডলকে খুঁজতে থাকেন। সুনীলের স্ত্রী সবিতা মল্লিক জানান তিনি বাড়িতে নেই। তখন তন্ময় মন্ডল ধারালো অস্ত্রের কুপিয়ে সবিতা মল্লিককে গুরুতর আহত করে পাশের ডোবায় ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সবিতা মল্লিককে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকারিকে আটকে পুলিশে অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ২৬, ২০২৪)