ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি জবর দখলের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহর সহোদর ভাই আব্দুল জব্বারসহ এলাকার ভুক্তভোগী জনসাধারণ উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে আঠারবাড়ি ইউনিয়নের মৃগালী গ্রামের ভুক্তভোগী আব্দুল জব্বার (৫৬), ইসলাম উদ্দিন (৫৩), রুহুল আমাীন (৫৫), আবুল হোসেন (৩৫), জুয়েল মিয়া (২৫) জানান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ ও তার ছেলে মোস্তাফিজুর রহমান রাসেল (৪০), মেহেদী হাসান রুবেল (৩৭), রিফাত হাসান বাবুল (৩৪) ও তানভীর হাসান সাগর (২৩) পিতার পুলিশী প্রভাব খাটিয়ে সশস্ত্র অবস্থায় সহোদর ভাই আব্দুল জব্বারের ১০ শতক, ইসলাম উদ্দিনের ৪০ শতক, রুহুল আমীনের সাড়ে ১৭ শতক জমি জোর পূর্বক দখল করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা আরো জানান, জমি দখল করেই ক্ষান্ত হননি শহীদুল্লাহ। বিভিন্ন সময় মামলা হামলা ভাংচুর লুটপাট, জবর দখল, চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। গত ১৮ নভেম্বর ইসলাম উদ্দিনকে ১ নম্বর আসামী করে ১৭ জনের নাম উল্লেখ করে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জবর দকলকৃত জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিরুদ্ধে শহীদুল্লাহ বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। উপরোন্ত অভিযোগকারীরা তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে গেছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, অভিযোগ পেলে শহীদুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এন/এসপি/নভেম্বর ২৬, ২০২৪)