আদমদীঘিতে ১৪৬টি গাছ ৬ লাখ টাকায় নিলামে বিক্রি

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ইউক্যালিপটাস, বাবলা ও ১০টি আকাশমনি সহ ১৪৬টি গাছ ৬ লাখ ১০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ৬ লাখ ১০ হাজার টাকায় নিলামের মাধ্যমে সর্বোচ্চ মৃল্যে এই গাছগুলো ক্রয় করেন দেলোয়ার হোসেন নামেক এক ব্যবসায়ী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন অফিসার কাওছার আলী, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা জানান, সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের খাড়ির পাড় থেকে নতুন ব্রীজ পর্যন্ত কর্তনকৃত ইউক্যালিপটাস, বাবলা ও ১০টি আকাশমনি সহ ১৪৬টি গাছের নিলাম ডাকা হয়। যার সরকারি মৃল্য ধরা হয়েছে ৩লাখ ৩১ হাজার ৭৬৩ টাকা। এই নিলামে ৭০হাজার টাকা জামানত দিয়ে ৭৪জন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এরপর নিলাম কার্যক্রম শুরু হলে সর্বোচ্চ মৃল্যে ৬ লাখ ১০ হাজার টাকায় ক্রয় করেন ব্যবসায়ী দেলোয়ার হোসেন।
(এস/এসপি/নভেম্বর ২৬, ২০২৪)