সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালী বলেন, সালথা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। বাল্যবিয়ে ও মাদক নির্মূলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
(এএন/এসপি/নভেম্বর ২৬, ২০২৪)