পাংশায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।এ সময় মরদেহের পকেটে থাকা একটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, মা-বাবা তোমরা আমাকে মাফ করে দিও।
আজ সোমবার সকালে পাংশা রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি কাঁঠাল গাছ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পুরাতন চড়াইকোল গ্রামের রাজু প্রামানিকের ছেলে।
স্থানীয় সু্ত্রে জানা যায়, সোমবার সকালে পাংশা রেলওয়ে স্টেশনের পার্শ্বে জলঘর সংলগ্ন কাঁঠাল গাছের সঙ্গে ওই যুবককে গলায় ফাঁস নিয়ে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহতের মামা মোকলেছ বলেন, ‘রাকিবুল ঢাকাতে একটি কোম্পানিতে চাকরি করতো। নিজ এলাকার চারজন ছেলের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়ে ওর কোম্পানিতে চাকরি দিয়েছিল। পরে ওই চারজন চাকরি করবে না বলে টাকা ফেরত চাচ্ছিল এবং হুমকি ধামকি দিচ্ছিল। আমাদের বাড়িতে বেড়ানো শেষে সে কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের চরচিলকা গ্রামে খালার বাড়ি গিয়েছিল। গত রবিবার বিকেলে সেখান থেকে বের হয়। তারপর আজ এই অবস্থা।’
জানতে চাইলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ সালাউদ্দিন বলেন, রেলস্টেশন সংলগ্ন একটি গাছে একজন গলায় দড়ি নিয়ে ঝুলছে- এমন সংবাদের ভিত্তিতে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হলেও এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মরদেহের ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত করা যাবে বলেও জানান তিনি।
(ওএস/এসপি/নভেম্বর ২৫, ২০২৪)