সীশেলস ও মাদাগাস্কারের মধ্যে এমিরেটসের অতিরিক্ত ফ্লাইট
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পর্যটন ভিত্তিক মৌসুমি যাত্রী চাহিদা পূরণের লক্ষ্যে এমিরেটস আগামী ১৩ ডিসেম্বর ২০২৪ থেকে মাদাগাস্কারের এন্টানানারিভো’তে ভ্রমণের জন্য সপ্তাহে অতিরিক্ত আরেকটি ফ্লাইট চালু করছে। পরবর্তী চার সপ্তাহ প্রতি শুক্রবার ফ্লাইটটি পরিচালিত হবে। বর্তমানে মাদাগাস্কারে প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং এর সবগুলোই ভায়া সীশেলস চলাচল করে। এমিরেটসের মিডিয়া প্রেরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
অতিরিক্ত ফ্লাইট চালু হলে সীশেলস ও মাদাগাস্কারের মধ্যে ভ্রমণের জন্য উভয় দিকে ১৩ ডিসেম্বর পরবর্তী চার সপ্তাহ ১,৮০০টি করে অতিরিক্ত যাত্রী আসন পাওয়া যাবে। এছাড়াও যাত্রীরা ভালো কানেক্টিভিটি এবং ফ্লাইট পছন্দের ক্ষেত্রে অতিরিক্ত অপশন পাবেন। এমিরেটস শুধুমাত্র সীশেলসে ফ্লাইট পরিচালনা ছাড়াও বর্তমানে ভায়া সীশেলস মাদাগাস্কারে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে।
এমিরেটস চলতি বছরের সেপ্টেম্বরে মাদাগাস্কারে ফ্লাইট পরিচালনা শুরু করে। পৃথিবীর চতুর্থ দ্বীপরাষ্ট্র এবং অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য। একইভাবে সীশেলসও পর্যটকদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। দুবাই ভ্রমণের জন্য সীশলেস এর নাগরিকদের কোনও ভিসার প্রয়োজন হয় না।
(এসকেকে/এএস/নভেম্বর ২৫, ২০২৪)