স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : 'করবো নতুন আবিস্কার গড়বো নতুন বিশ্বটার' প্রতিপাদ্য বিষয় সামনে রেখে যশোরে জগদীশ চন্দ্র বসু (জে.সি.বি) বিজ্ঞান ক্লাব বর্ষপূর্তি উৎসব করেছে। আজ শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের হলরুমে ৪র্থ বর্ষপূর্তি উৎসব ও ইয়ুথ ক্যাম্পের আয়োজন করে ক্লাবটি।

অনুষ্ঠানে বিজ্ঞান ক্লাবের সভাপতি সাজিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,আর আর এফ এর ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ বিশ্বাস, ক্যান্টমেন্ট কলেজের শিক্ষক মো. মহিউদ্দীন আহমেদ,
যশোর জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন, রুপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুজ্জামান মিলন প্রমুখ।

এসময় অনুষ্ঠানে অমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস দেওয়া হয়। এছাড়া ১ থেকে ৪ বছর জেসিবি বিজ্ঞান ক্লাবের কমিটিতে থাকা ৫২ জন সদস্য, শিক্ষক শিক্ষার্থীসহ সেরা ২৫ জন, সেরা সংগঠক ৩ জনকে সম্মাননা স্মারক, ৯০ জন সদস্যকে সনদপত্র ও কুইজে বিজয়ী ৩ জনকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত বলেন, একটি জাতির ভবিষ্যৎ উন্নতি ও প্রগতি বহুলাংশে নির্ভর করে এর ভবিষ্যৎ প্রজন্ম, কিশোর, তরুণেরা কীভাবে গড়ে উঠছে তার ওপর। একটি জাতি যদি তার তরুণ প্রজন্মকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারে, তাহলে এক প্রজন্মের ব্যবধানেই আমরা একটি যাদুকরী পরিবর্তনের দেখতে পারি। তাই একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রচেষ্টায় সকলে এক হয়ে কাজ করতে হবে। এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত বিজ্ঞান ক্লাবসমূহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেসিবি। এসময় তিনি সমসাময়িক সমস্যা সমাধানে বিজ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

(এসএ/এসপি/নভেম্বর ২৩, ২০২৪)