দেবহাটার খলিষাখালীতে ভূমিহীন নেতা কামরুল হত্যা
পুলিশের সামনে ফুটবল টুর্ণামেন্টের মঞ্চ মাতালেন হত্যা মামলার প্রধান আসামি আজিজুর
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটার খলিষাখালির ভূমিহীন নেতা কামরুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি কালিগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান গতকাল শুক্রবার বিকেলে নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আট দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে অতিথি হয়ে মঞ্চ মাতালেন।
মঞ্চে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমানসহ প্রশাসনের অনেকেই। ফলে ২৩ দিনে পুলিশ কেন ২৩ জনের মধ্যে কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি তা তা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে।
শুক্রবার বিকেলে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আট দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে আসা আকবর বিন কালাম, শাহ আলমসহকয়েকজন জানান, শুক্রবার বিকেল চারটা থেকে অনুষ্ঠিত খুলনার মাসুম ফুটবল একাদশ ও আশাশুনির মহিষকুড় সূর্য সৈনিক ক্লাব এর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যে মহিষকুড় সূর্য সৈনিক ক্লাব ১-০ গোলে মাসুম ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে। এ খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করেন দেবহাটার খলিষাখালির ভূমিহীন কামরুল হত্যা মামলার প্রধান আসামী নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান।
একই মঞ্চে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমানসহ প্রশাসনের অনেকেই। ফলে হত্যাকারিদের হাত কতদূর লম্বা তা নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে।
নিহত কামরুলের স্ত্রী মর্জিনা বেগম জানান, তার স্বামীকে হত্যার ঘটনায় তিনি বাদি হয়ে ৩ নভেম্বর নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, নলতার মাছ আনারুল, দেবহাটার পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বেলচা হাবিবসহ ২৩ জনের নামে থানায় এজাহার দায়ের করেন। আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা না নেওয়ার জন্য পুলিশকে নানাবিধ চাপের সম্মুখীন হতে হয়। একপর্যায়ে গত ১০ নভেম্বর জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতির মিটিংএ বিষয়টি উপস্থাপিত হওয়ায় সন্ধ্যায় মামলাটি রেকর্ড করা হয়। আসামি ধরার ব্যাপারে সাতক্ষীরা র্যাব ক্যাম্পকে অবহিত করা হয়। অবস্থা বেগতিক বুছে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে নলতা ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে সুফল ভোগী নারী ও পুরুষসহ চিংড়িখালি ও বৈরাগীর চকের ভূমিহীনদের ভয় দেখিয়ে কালিগঞ্জ ও দেবহাটা থানা বিএনপির ব্যানারে গত বুধবার পারুলিয়া বাসস্টান্ডে মানববন্ধন করা হয়।
মানববন্ধনের উদ্দেশ্য ছিল মামলার বাদি ও আইনপ্রয়োগকারি সংস্থাকে চাপে রাখা। এরপর নলতা চেয়ারম্যান আজিজুর রহমান যেভাবে শুক্রবার বিকেলে নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রশাসনের উপস্থিতিতে মঞ্চ মাতালেন তাতে তিনি আসামী গ্রেপ্তারই নয়, মামলায় ন্যয় বিচার পাওয়া নিয়ে সংশয় বোধ করছেন।
দেবহাটা থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা রাজু আহম্মেদ ১নং আসামী আজিজুর রহমানসহ অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়ানোর কথা স্বীকার করে বলেন, বিভিন্ন চাাপের কারণে তিনি আসামী ধরতে পারছেন না। তিনি বিষয়টি নিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হযরত আলী সাথে শনিবার বিকেল সাড়ে ৫টার সময় মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
(আরকে/এসপি/নভেম্বর ২৩, ২০২৪)