ময়মনসিংহে নদী দখলের বিরুদ্ধে নদী সুরক্ষা আন্দোলনের ব্যানারে মানিববন্ধন
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : নদী দখল ও বালুখেকোদের অত্যাচার থেকে নদীকে রক্ষা করার জন্য ময়মনসিংহ ছোট কালীবাড়ী ব্রম্মপুত্র নদীর চরে মানিবন্ধন করে নদীবাচাও আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সংগঠন। আজ শনিবার দুপুরে এই মানব্বন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে উপস্থিত ছিলেন শিল্পী সমাজ, কবি সাহিত্যিক, সামাজিক সংগঠন, নদী সুরক্ষা আন্দোলন, নদী বাচাও আন্দোলন সহ ময়মনসিংহের নাগরিক সমাজ।
এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুপ্রীম কোর্টের এডঃ মাহাবুব উল আলমের নেত্রীত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুল কালাম আল আজাদ (সমন্বয়ক), সরকার আব্দুল আজিজ কচি (ফোকাস), মোছাম্মত নাহিন শিল্পী ( কবি ও শিক্ষিকা), বাবু বিধান সম্মানিত, সাংবাদিক কামরুল হাসান, ইমতিয়াজ আহমেদ (সমাজ ও সাঃ কেন্দ্র) এবং হোসাইন ফারুক (নদী বাঁচাও আন্দোলন। এ ছাড়াও সমাজের বিভিম্ন সচেতন ব্যাক্তিবর্গ বক্তব্য প্রদান করেন৷
ব্রম্মপুত্র চড়ে বিশালাকৃতির পিলার গেড়ে গড়ে উঠছে বিল্ডিং এবং হাউজ। এ ব্যাপারে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়ার দাবী এবং এই অবৈধ স্থাপনা উচ্ছেদের আল্টিমেটাম দেওয়া হয় মানববন্ধন থেকে।
মানব্বন্ধন চলাকালে দেখা যায়, বালু উত্তোলন করে সেখানে বালুবাহী ট্রাকে অবৈধ দখলদার দের বাণিজ্য চলছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহল সহ সকল বিবেকবান মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
(এনআরকে/এসপি/নভেম্বর ২৩, ২০২৪)