ফুলপুরে ভারতীয় মদসহ ৪ মাদককারবারী আটক
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে ফুলপুর থানা পুলিশের অভিযানে গতকাল শুক্রবার রাতে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৮০ বোতল মদসহ চারজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শ্রীবর্দী থানার ঢনঢনিয়া গ্রামের আনোয়ার হোসেন ছেলে মোঃ শাকিল মিয়া (২০), হালুয়াঘাট থানার বরাক গ্রামের নুরু হোসেন ছেলে মোঃ মুছা মিয়া (২৫), আব্দুল হাই মন্ডল ছেলে বায়োজিদওরফে দয়াল (২২) ও ধোবাউড়া থানার মেকিয়ারকান্দা গ্রামের মোঃ সুরুজ আলীর ছেলে মোঃ সুজন মিয়া (২৫)।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হাদি এ ব্যাপারে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হালুয়াঘাট টু ময়মনসিংহ রোডে একটি প্রাইভেটকার করে মাদক কারবারীরা ভারতীয় মদ নিয়ে ফুলপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ফুলপুর পুলিশের একটি চৌকস টিম রাস্তায় ওৎ পেতে থাকে। এমতবস্থায় প্রাইভেটকারে আগতদের জিজ্ঞাসাবাদে মদের বোতল সহ ধরা পড়েন তারা। এরপরপ্রাইভেটকার এবং ভারতীয় ৮০ বোতল মদ জব্দ করে তাদেরকে থানায় নিয়ে আসেন। পরে আসামিগণের বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
(এনআরকে/এসপি/নভেম্বর ২৩, ২০২৪)