ফরিদপুরে দুইদিন ব্যাপী রিপোর্ট রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : এসোসিয়েশন অপ ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ (এডাব) ফরিদপুর জেলা শাখার উদোগে দুইদিন ব্যাপী রিপোর্ট রাইটিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে শহরের গোয়ালচামট এনজিও ফোরাম প্রশিক্ষণ সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এডাব ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. বিলায়েত হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এডাব কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বাবু সুরেশ চন্দ্র হালদার। এডাব কেন্দ্রীয় অফিসের পরিচালক কর্মসূচি মো. কাওসার আলম কনক, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, এডাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মনিরুজ্জামান মনির।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন এডাবের রিসোর্স পার্সন সুবিনয় দত্ত। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন এডাব বরিশাল ও ফরিদপুর অঞ্চলের সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণে বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
(আরআর/এসপি/নভেম্বর ২৩, ২০২৪)