ফুলপুরে চলছে জমজমাট জুয়ার আসর
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জারুয়া গ্রামে খালপাড় নামক এলাকায় চলছে জমজমাট জুয়ার আসর।
জানা যায়, অবৈধ এ জুয়ার বোর্ড পরিচালনা করছেন এলাকার একটি শক্তিশালী সিন্ডিকেট মহল। গত কয়েক মাস ধরে জারুয়া গ্রামে খালপাড় এলাকায় প্রতি রাতে বসে জমজমাট ওই জুয়ার আসর। সন্ধ্যা হলেই উপজেলার বিভিন্ন গ্রাম হতে জুয়ারীরা এসে জড়ো হয় ওই খালপাড়ে। পরে রাত গভীর হলে শুরু হয় টাকার খেলা। অবৈধ ওই জুয়ার আসরে প্রতি রাতে হাতবদল হচ্ছে লক্ষ লক্ষ টাকা।
স্থানীয়দের অভিযোগ, একটি বিশেষ মহলকে ম্যানেজ করেই হরদম চলছে এ জুয়ার আসর। ফলে এলাকার যুব সমাজ সহজেই আসক্ত পড়ছে জুয়া খেলায়। জুয়া খেলাকে কেন্দ্র করে অত্র ইউনিয়নসহ আশেপাশের এলাকায় প্রতিনিয়ত বেড়ে চলছে চোরের উপদ্রব। জুয়ারী চক্রের ফাঁদে পড়ে ইতিমধ্যে নিঃস্ব হয়েছেন এলাকার বহু যুবক। একারণে স্থানীয় লোকজন ও অভিবাবকরা ভীষণ উদ্বিগ্ন। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল হাদি বলেন, বিষয়টি আমাদের জানা ছিলনা। অভিযোগ সত্য হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এসআই/এসপি/নভেম্বর ২৩, ২০২৪)