‘আওয়ামী লীগ লুটপাট খুন ও গুমের রাজনীতি করেছে’
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : চোর, বাটপার রাষ্ট্র পরিচালনা করলে সেখানে কোন শান্তি আসেনা,এটা ইতিহাস স্বাক্ষী। আওয়ামী লীগকে যতবার ক্ষমতায় আমরা দেখেছি ততবারই খুন, গুম, লুটপাট আর রাহাজানি দেখতে হয়েছে। আওয়ামী লীগ খুন-গুমের রাজনীতি করেছে। এরা রক্ষী বাহিনী দিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। এমন শাসন আওয়ামীলীগ ছাড়া আর কোন দল করে নাই। স্বৈরাচার এরশাদ আর্মির মাধ্যমে ক্ষমতায় এসেছে এজন্য আমরা তাদের আন্দোলনের মাধ্যমে সরিয়ে দিয়েছি। আর শেখ হাসিনা ফেসিস্ট কায়দায় দেশ পরিচালনা করেছে। একদিকে বলে গণতন্ত্রের কথা, আরেক দিকে বলে উন্নয়নের কথা। তাঁর পুরো রাজনীতিটাই মিথ্যার উপর। কীভাবে দেশকে ধ্বংশ করতে পারে সে ধরণের রাজনীতি করে।
গত শুক্রবার (২২ নভেম্বর) রাতে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে জেলা বিএনপির আহবায়ক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি’র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি মাহিদুর রহমান এসব কথা বলেন। দীর্ঘ ১৭ বছর পর নিজের জন্মমাটিতে পা রেখে প্রথমবারের মতো দলের কোন সভায় তাঁকে পেয়ে হলভর্তি উপস্থিত নেতাকর্মীদেরও বেশ উচ্চাসিত দেখা গেছে।
যুক্ততরাজ্যে বিএনপি প্রতিষ্ঠা সহ নিজের ৩০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারের নানা স্মৃতি তুলে ধরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যেশে তিনি বলেন, আমি হাইব্রিড না,তৃণমূল থেকে উঠে এসেছি। যুক্তরাজ্য বিএনপি আমার হাতেগড়া। সেখানে প্রথমে সদস্য হওয়ার পর দলের সর্বোচ্চ নেতৃত্বে এসেছি। এর পেছনে দলের জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
মাহিদুর রহমান আরও বলেন, বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে বিশ্বাসী নয়। বিএনপি চায় জনগণের অধিকার। সাংবিধানিক অধিকারকে ইস্টাবলিস্ট করে রাজনীতি করতে। সেই ইস্টাবলিস্টের মাধ্যমে জনগনের ভোটে সামনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে। বিএনপি কোন সময় আতাত করে ক্ষমতায় আসে নাই।
জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে ও সদস্য মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, হেলু মিয়া, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, মনোয়ার আহমেদ রহমান ও আনিছুজ্জামান বায়েছ।
যুক্তরাজ্য সহ প্রবাসের বিভিন্ন দেশ থেকে আসা নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য নর্থওয়েষ্ট বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ এম সেলিম, সৌদি আরব (পূর্বাঞ্চল) বিএনপির সহ-সভাপতি দুলাল সিদ্দিকী, যুক্তরাজ্য নর্থ ওয়েষ্ট বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সল আখন্দ, যুক্তরাজ্য বিএনপি নেতা সিরাজুল নবী।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা যুবদলে সাধারণ সম্পাদক এমএ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাহিম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।
এসময় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান, জেলা বিএনপির সদস্য মাহাবুব ইজদানী ইমরান, জেলা বিএনপির সদস্য গাজী মারুফ আহমেদ, জেলা বিএনপির সদস্য আশরাফুজ্জামান খাঁন নাহাজ, জেলা বিএনপির সদস্য সেলিম মোহাম্মদ সালাউদ্দিন সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
(একে/এসপি/নভেম্বর ২৩, ২০২৪)