এস এ সাদিক, মেহেরপুর : মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নেতা ও অঞ্চল টিম পরিচালক মোবারক হোসেন, যশোর এবং কুষ্টিয়া অঞ্চল টিম পরিচালক ড. আলমগীর বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলার জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন, মেহেরপুর জেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুবুল আলম, মেহেরপুর সদর উপজেলার জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমির রবিউল ইসলাম, মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার।

কর্মী সম্মেলন উদ্বোধনী বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'ইসলামী আন্দোলন বাস্তবায়ন করতে গেলে ব্যক্তিগত চাওয়া পাওয়া বাদ দিতে হবে। আমি চেয়ারম্যান হবো, মেম্বর হবো এমন চাহিদা অন্তরে রাখা যাবে না। আজকে যারা কর্মী আছেন আগামীতে তারা নেতা হবেন, আর যারা নেতা আছেন তারা কেন্দ্রীয় কমিটিতে যাবেন। এভাবেই ইসলামীর আন্দোলন এগিয়ে যাবে'।

(এসএএস/এসপি/নভেম্বর ২৩, ২০২৪)