এস এ সাদিক, মেহেরপুর : মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টে উদ্বোধনের আয়োজন করা হয়।

মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা আহমেদ রাজিব খানের সঞ্চালনায় পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্ট, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মেহেরপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি মাহবুব, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, মেহেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহী, মহিলা দলের নেত্রী সাইদাতুন নাহার নয়ন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিব মাহমুদ, হাজী ফজলু খান, গাজী খায়রুল, আবু ইউসুফ মিরন, মনিরুল ইসলাম, আব্দুস সাত্তার মুক্তা, রিনু, খোরশেদ আলম, শামিমুল ইসলাম, মোনায়েম খান, মোহাম্মদ মাবুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বেলুন উড়িয়ে পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

মেহেরপুর পৌর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৯টি দল অংশগ্রহণ করছে।

দুপুরের দিকে উদ্বোধনী খেলায় ৮ নম্বর ওয়ার্ড এবং ৯ নম্বর ওয়ার্ড অংশগ্রহণ করে এবং টসের মাধ্যমে ৮ নম্বর ওয়ার্ড জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। পরে ৯ নম্বর ওয়ার্ড জয় লাভ করে।

(এসএএস/এসপি/নভেম্বর ২৩, ২০২৪)