লেবাননে এ পর্যন্ত ২২৬ স্বাস্থ্যকর্মী নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে সময় সময় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে ২২৬ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও ১৯৯ জন। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ কথা জানিয়েছে।
ডব্লিউএইচও জানায়, গত ১৩ মাসেরও বেশি সময়ে লেবাননের স্বাস্থ্যসেবার ওপর ১৮৭টি হামলা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ১৮ নভেম্বরের মধ্যে এসব হামলা হয়।
লেবাননে ডব্লিউএইচওর প্রতিনিধি আবদিনাসির আবুবকর বলেন, জীবন রক্ষাকারী সেবা থেকে বেসামরিক নাগরিকদের বঞ্চিত করা এবং স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। লেবাননে অ্যাম্বুল্যান্সকেও লক্ষ্যবস্তু করে হামলা চালানো হচ্ছে।
এদিকে ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর অভিযানে লেবাননের বিভিন্ন এলাকায় একদিনে নিহত হয়েছেন ৫৯ জন। আহত হয়েছেন আরও ১১২ জন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জন এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে।
এ ছাড়া সেপ্টেম্বরে ইসরায়েলের বিমান বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।
(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০২৪)