ফুলপুরে ৬ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত, প্রশাসক নিয়োগ
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
গত বুধবার (২০ নভেম্বর) জেলা প্রশাসক মুফিদুল আলম সাক্ষরিত স্থানীয় সরকার শাখার একটি অফিস আদেশের মাধ্যমে ওই প্রশাসক নিয়োগ দেয়া হয়। প্রশাসক নিয়োগ দেয়া ইউনিয়নগুলো হলো উপজেলার ছনধরা, ভাইটকান্দি, সিংহেশ্বর, ফুলপুর, রুপসী ও বালিয়া ইউনিয়ন।
জানা যায়, উপজেলার ১০টি ইউনয়নের মধ্যে ওই ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটে। যার ফলে ওই ইউনিয়নগুলোর নাগরিকরা ভোগান্তির শিকার হন। একারণে স্থানীয় সরকার আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
(এসআই/এসপি/নভেম্বর ২২, ২০২৪)