চাটমোহরে সোঁতি বাঁধ অপসারণ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলার পার্শ্বডাঙ্গার কাটা জোলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ সোঁতি বাঁধ উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশান (ভূমি) মেহেদী হাসান শাকিল। এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল মতিন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। এলাকায় পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে সোঁতি বাঁধ দেওয়া হয়েছিল। খবর পেয়ে খবর পেয়ে প্রশাসন বাঁধটি অপসারণ করে এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, প্রতিবছরের মতো এবারও বেশকিছু অসাধু মাছ শিকারী উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত কাটা জোলায় কৃত্রিক স্্েরাত সৃষ্টি করে অবৈধভাবে সোঁতি বাঁধ দিয়ে মাছ শিকার করছিল। পানির প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জমি চাষাবাদ ব্যাহত হচ্ছিল কৃষকদের।
স্থানীয়রা অভিযোগ করলে ভ্রাম্যমান আদালত পরিচালন করে সোঁতি বাঁধ অপসারণ করেন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন অসাধু মৎস্য শিকারীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল বলেন, পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করে অসাধু উপায়ে মাছ শিকারের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সোঁতি বাঁধ উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল মতিন বলেন, অবৈধ সোঁতি বাঁধ, চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
(এসএইচএম/এএস/নভেম্বর ২১, ২০২৪)