শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে বাল্য বিবাহ, আত্মহত্যা প্রবনতা, নারী নির্যাতন ও বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার শৈলকুপায় ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’(ইরেসপো) ২য়-পর্যায়ের স্কুলগামী কিশোরীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলার শেখপাড়া রাহাতন নেছা গালর্স স্কুল এন্ড কলেজের কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে ১০০ জন কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণসহ সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়াও ঐশি খাতুন নামে এক শিক্ষার্থীকে ১২ হাজার ৬'শ টাকার সরকারি প্রনোদনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম রিয়াজুল হাসান, স্কুলটির প্রধান শিক্ষক মাসুদ করিম। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: শাহ আলম সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: এনায়েতুল্লাহ প্রমূখ।

এসময় বক্তারা, উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে বাল্যবিবাহ, আত্মহত্যা, নারী নির্যাতন ও বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং শিক্ষা উপকরণসহ স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।

(এসআই/এসপি/নভেম্বর ২১, ২০২৪)