এতিম ৩ সন্তানকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেলেন বিধবা নাসিমা
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : পিতৃহারা ৩ সন্তানকে নিয়ে খড়কুঠার ঘরে বসবাস ছিলো বিধবা নাসিমা'র, সে ঘরে দাঁড়ানোর মত অবস্থা ছিলোনা। ৩ সন্তানকে নিয়ে মাবনবেতর জীবন যাপন করতেন তিনি।
সে করুন চিত্রটিই সোস্যাল মিডিয়ায় তুলে ধরেন স্খাণীয় এক সাংবাদিক।
সেটি দৃষ্টি গোচর হয় থানার হাট প্রবাসী মানব কল্যান ফাউন্ডেশনের অবশেষে একটি নতুন ঘর নির্মাণ করে দেন সুবর্ণচর উপজেলার ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের দানবীর থানার হাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী আকবর হোসেন ওরপে আকবর ডুবাইওয়ালা। ১০ ফিট উচুঁ ৩ রুমের ঘরটিতে এতিম ৩ সন্তানকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই হয় বিধবা নাসিমা'র।
২০ নভেম্বর (বুধবার) চর ওয়াপদা ইউনিয়নের আজাদ নগর গ্রামে নাসিমাকে নতুন ঘরের চাবি তুলে দেন প্রবাসী আকবর হোসেনসহ থানার হাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা।
নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ২ সন্তানের জননী বিধবা বেগম, বলেন ৪ বছর আগে সন্তানদের বাবা মারা যান, সে মানবেতর জীবন যাপন করে এসেছি, বসবাস করার মত ঘর ছিলোনা যারা আমার এতিম ৩ সন্তানের জন্য এই ঘরটি তৈরী করে দিয়েছেন তাদেরকাছে আজীবন কৃতজ্ঞ এবং দোয়া করইলো।
নতুন ঘর হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন, থানার হাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন, দেশের প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি, থানারহাট কলেজের অধ্যক্ষ মো: ইয়াছিন আলী, শিক্ষক ও ধর্মীয় আলোচক মাওলানা আবু বকর সিদ্দিক, মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও এম্বিশ্বন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিরাজ উদ্দিন, সহ সভাপতি হাজি আবুল খায়ের, সাংবাদিক ইউনুছ শিকদার, মোঃ ইমাম উদ্দিন সুমন, আব্দুল আজিজ,সমাজ সেবক বেলাল উদ্দিন, আজাদ নগর মসজিদের ইমাম মাওলানা ইসমাঈল হোসেন, সমাজ সেবকসেলিম বেপারীসহ নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ।
আকবর হোসেন বলেন, আমরা মানববতার কল্যাণে কাজ করে যাচ্ছি, সকলের সহযোগিতা ও পরামর্শে আমরা থানারহাট প্রবাসী মানব কল্যান ফাউন্ডেশন কাজ করে যাবে। সুবর্ণচরে বৃহৎ পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এধরনের অসহায় দুস্থ যারা রয়েছেন তাদের জন্য এ ফাউন্ডেশন কাজ করে যাবে, নারীদেরকে সেলাই মেশিন প্রদান, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া, অবহেলিত মানুষের সেবায় থানার হাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন সব সময় পাশে থাকবে।
(আইইউএস/এএস/নভেম্বর ২১, ২০২৪)