সালথায় সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার ১
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় সাদ্দাম হোসেন (৩৪) নামের ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির খবর পেয়ে সোমবার সকালে অত্র বিদ্যালয়ে সংবাদ সংগ্রহে যান স্থানীয় সংবাদ কর্মীরা। এসময় ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে স্থানীয় আবু কালাম মাতুব্বরের ছেলে সাদ্দাম হোসেন সহ কয়েকজন লোক সাংবাদিকদের কাজে বাঁধা দেন ও হামলা চালিয়ে ক্যামেরা ও বুম ছিনিয়ে নেন।
পরে তাদের রুমের মধ্যে অবরুদ্ধ করে রাখেন ওই স্কুলের প্রধান শিক্ষক একেএম মহিউদ্দিন। এ ঘটনায় প্রধান শিক্ষক একেএম মহিউদ্দিন ও সাদ্দাম হোসেন সহ ৭ জনকে আসামি করে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, ফুলবাড়িয়ায় একটি ঘটনার সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর হামলা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। এ ঘটনার একটি মামলা হয়েছে। মামলা আসামী সাদ্দাম হোসেনকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(এএন/এসপি/নভেম্বর ২০, ২০২৪)