পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার তরিকুল ইসলাম
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় পুর্ব শত্রুতার জের ধরে হামলার শিকার হয়েছেন তরিকুল ইসলাম (৩০) নামের এক যুবক।
সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাড়াল চার রাস্তার মোড় নামক স্থানে তরিকুলের পথরোধ করে চাঁদার টাকা দাবি করলে তরিকুল চাঁদা দিতে অস্বিকার করে। এতে রেগে গিয়ে অকথ্য ভাষায় বকাবকি করে তরিকুল কে। বকাবকি নিষেধ করলে শুকুর মন্ডলের হুকুমে সোহেল মন্ডল, জাকির মন্ডল, সবুজ মন্ডল, সহ আরো অজ্ঞাত ১০/১২ জন মিলে তরিকুল কে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত ও স্থানীয় সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মাছপাড়া ইউনিয়নের গাড়ালগ্রামের শুকুর মন্ডলের নেতৃত্বে ১০-১২ জনের একটা সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে তরিকুলের উপর হামলা চালায়।
তরিকুলের ভাই আরিফুল ইসলাম জানায়, শুকুর মন্ডল,জাকির মন্ডল রা জোর পুর্বক আমাদের জমি দখল করে নিতে চায়। এতে বাধা দিলে আমাদের কে নানাভাবে হুমকি দিয়ে আসছিল তারা। গত ২৫ সেপ্টেম্বর আমার ভাই তরিকুল ইসলাম পাংশা যাওয়ার সময় পথরোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তরিকুল বাড়ি এসে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে বিষয়টি জানালে শত্রু পক্ষ আমাদের উপর ক্ষিপ্ত হয় এবং খুন করার হুমকি দেয়।
গত ১১ নভেম্বর রাতে পুর্ব পরিকল্পনামতো রাতে আমার ভাই পাংশা থেকে বাড়ি আসার পথে গাড়াল চার রাস্তার মোরে তরিকুল কে গতিরোধ করে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় তাকে বকাবকি ও ১০-১২ জনের সন্ত্রাসী দল লোহার রড, পাইপ, বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। তরিকুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে অভিযুক্ত শুকুর মন্ডল ও সোহেল মণ্ডলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(টিবি/এসপি/নভেম্বর ১৯, ২০২৪)