‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ‘নবীনগর থানায় আমি ওসি'র দায়িত্বে থাকাকালীন কোন নিরপরাধ ব্যক্তিকে কখনও কোন মিথ্যা মামলায় অযথা হয়রানি করা হবে না, এ বিষয়টি আপনাদেরকে (সাংবাদিক) আজ সুনিশ্চিত করতে পারি।’
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় সদ্য যোগ দেয়া অফিসার ইন চার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক আজ মঙ্গলবার সকালে নবীনগর থানা প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিকদের সাথে নবীনগরের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দৃঢ়তার সাথে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি সাংবাদিকদের বিভিন্ন পশ্নের জবাব দেয়ার এক পর্যায়ে বলেন, থানায় মিথ্যে হয়তো কেউ দায়ের করতে পারেন। তবে পুলিশের পক্ষ থেকে সেই মামলার যথাযথ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে, সেটির নিশ্চয়তাও আপনাদের (সাংবাদিক) মাধ্যমে গোটা নবীনগরবাসিকে আজ আমি আশ্বস্থ করতে পারি।"
এসময় তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।
তবে খোদ্ পুলিশের কেউ কেউ মাদকের সাথে জড়িত থেকে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নানাভাবে উৎকোচ সংগ্রহ করে থাকে!
সাংবাদিকদের পক্ষ থেকে এমন অপর এক প্রশ্নের জবাবে বগুড়ার অধিবাসি ও জেলার সরাইল থানা থেকে নবীনগর থানায় গত ১৩ নভেম্বর যোগ দেয়া নবাগত ওসি আবদুর রাজ্জাক দৃঢ়তার সাথে বলেন, 'মাদকের সাথে নবীনগর থানার কোন পুলিশের ন্যুন্যতম সম্পৃক্ত থাকার সত্যতা পাওয়া গেলে, সেই পুলিশকে এই থানায় (নবীনগর) একদিনও রাখা হবে না, সেটিরও নিশ্চয়তা আজ দিয়ে গেলাম।’
ওসির সঙ্গে সাংবাদিকদের এ মতবিনিময় সভায় এ সময় নবীনগর থানার দ্বিতীয় কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক (এস আই) আক্কাস আলীসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
(জিডি/এসপি/নভেম্বর ১৯, ২০২৪)