এস এ সাদিক, মেহেরপুর : বিদেশগামী কর্মীদের ৩ দিন মেয়াদি প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের ২৫৩ ব্যাচের সমাপনী ও ২৫৪ ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আজ মঙ্গলবার সকালে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী ও উদ্বোধনী ব্যাচের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, মেহেরপুর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ড্রাইভিং টেডের ইন্সট্রাক্টর (ব্যবহারিক) মনিরুজ্জামান, সিভিল কনস্ট্রাকশন ইন্সট্রাক্টর শিখা খানম, কম্পিউটার ট্রেডের ইন্সট্রাক্টর আল আমিন হোসেন, ইলেকট্রনিক্স ট্রেডের ইন্সট্রাক্টর মাসুদ পারভেজ, ইলেকট্রিক্যাল ট্রেডের ইন্সট্রাক্টর সোহেল রানা, গার্মেন্টস ট্রেডের ইন্সট্রাক্টর আনিসুর রহমান, ড্রাইভিং ট্রেডের ইন্সট্রাক্টর (তাত্ত্বিক) ফাতিহা ফিজা, ড্রাইভিং ট্রেডের ইন্সট্রাক্টর (ব্যবহারিক) ফারুক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কীল্ড ওর্য়াকার (কম্পিউটার) মনির হোসেন, স্কীল্ড ওর্য়াকার (মেকানিক্যাল) খাইরুল ইসলাম, স্কীল্ড ওর্য়াকার (ইলেকট্রিক্যাল) শিহাব উদ্দিন, স্কীল্ড ওর্য়াকার (ড্রাইভিং) ইমরান খান, কম্পিউটার অপারেটর কৌরব কুমার সরকার সহ বিদেশগামী নারী-পুরুষ কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন এবং উপস্থিত রত বিভিন্ন ট্রেডের ছাত্র-ছাত্রীদের উৎসাহ মূলক বক্তব্য প্রদান করেন।

(এসএস/এসপি/নভেম্বর ১৯, ২০২৪)