মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : ১৯৯৪ সালে স্থাপিত মাইজদী পাবলিক কলেজের গভর্নিংবডিতে প্রতিষ্ঠাতা ক্যাটাগরির সদস্য পদে এডভোকেট আশরাফুল করিমকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, এডভোকেট আশরাফুল করিম মাইজদী পাবলিক কলেজের প্রতিষ্ঠা করেন এবং প্রথম তিন বছর যাবত অবৈতনিক অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে কতিপয় স্বার্থান্বেষী মহলের হিংসা, যড়যন্ত্র ও চক্রান্তে কলেজ থেকে অপসারন যাওয়ার পর বিয়ে করে দেশ ত্যাগ করে প্রবাসী হন।

জনাব আশরাফের অনুপস্থিতে মাইজদী পাবলিক কলেজের গভর্নিং বডিতে প্রতিষ্ঠাতা সদস্য পদে আলহাজ মোঃ সিরাজুল ইসলাম কে মনোনীত করা হয়। যদিও তিনি প্রতিষ্ঠায় তিন বছর পর কলেজের উন্নয়নে ভূমিকা ও অবদান রাখেন। বর্তমানে তাঁর মৃত্যুতে কলেজের গভর্নিংবড়িতে উক্ত পদ শূণ্য হয়ে পড়ে। সে শূণ্য পদে এখন এডভোকেট আশরাফুল করিমকে মনোনীত করে তার প্রতিষ্ঠায় স্বীকৃতি দেয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

জনাব আশরাফ সাউথ আফ্রিকায় একমাত্র বাংলাদেশী আতিষ্ঠাতার স্বীকৃতি দেয়া কোম্পানী ও বিজনেস বল কনসালটেন্ট, আয়কর ও ভ্যাট এডভাইজার হিসেবে কর্মরত এবং সু প্রতিষ্ঠিত। দেশে তিনি আইনজীবী, ইমিগ্রেশন জান আশরাফুল করিম নূরানী মডেল মাদ্রাসা, আশরাফুল করিম হাফেজি মাদ্রাসা এবং আশরাফ একাডেমী শিশু মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত।

(এস/এসপি/নভেম্বর ১৯, ২০২৪)