সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জাতীয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলা হল রুমে বিতরণ কার্যক্রম শুরু করা হয়। উপস্থিত ৩০ জন ভোটারকে স্মার্ট কার্ড দিয়ে কমিশনের কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাচন অফিস।

কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কমকর্তা মো. ফরিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কমর্কতা এ এইচ এম কামরুল হাসান, উপজেলা নির্বাচন কমকর্তা মাহফুজুর রহমান, মো. আজগর হোসেন খান, সাংবাদিক এফ এম কামাল হোসেন প্রমুখ।

(এসকেডি/এসপি/নভেম্বর ১৯, ২০২৪)