ফরিদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথ কর্মীসভা
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলা ও মহানগর ইউনিটগুলোর আয়োজনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর সমন্বয়ে সারাদেশে জেলা ও মহানগর ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ওই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিশেষ অতিথি ছিলেন
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা মামুন হাসেমী দিপু, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত প্রমুখ। সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি মনিরুল হাসান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সৈকত হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল।
এ সময় জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সাম্য, ন্যায়বিচার ও সামাজিক মূল্যবোধের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান৷ বক্তারা জানান, আমাদের অবৈধ উপায়ে সম্পদ গড়া থেকে বিরত থাকতে হবে ও সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থেকে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তাদের ভালোবাসা অর্জনে কাজ করতে হবে'৷
তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামিলীগ সরকারের পতন ঘটেছে। এই আন্দোলনে বিএনপি'র অসংখ্য নেতা কর্মীকে জীবন দিয়েছে। অনেক নেতা কর্মীকে শারীরিকভাবে পঙ্গু হয়েছে, অনেক নেতাকর্মীকে কারাভোগ করতে হয়েছে'। তারা দাবি করেন, এখনও বিএনপির অনেক নেতা কর্মীর উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। তারাতারি মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান তারা।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পূর্ব পর্যন্ত রাজপথ দখলে রাখতে হবে এবং আওয়ামিলীগের দোসররা যাতে বিএনপির কোন অঙ্গসংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়। নেতাকর্মীদেরকে আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
(আরআর/এএস/নভেম্বর ১৯, ২০২৪)