কুষ্টিয়ায় বিজিবি'র অভিযানে ৮০ লাখ টাকার কোকেন উদ্ধার
মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের টহল দল দৌলতপুর ও মিরপুরে পৃথক অভিযানে ৮০ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ৬০০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি’র দিক নির্দেশনায় ব্যাটালিয়নের বিশেষ টহল দল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টা ৫ মিনিটে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে খুলনাগামী ‘মহানন্দা এক্সপ্রেস মেইল’ ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ২২০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ৬১ লক্ষ টাকা।
অপরদিকে রবিবার (১৭ নভেম্বর) বেলা ১১ টা ১৫মিনিটে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পুরাতন ঠোটারপাড়া মাঠে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ আশ্রয়ণ বিওপি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ৩৮০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১৯ লক্ষ টাকা। পৃথক মাদক উদ্ধারের ঘটনায় মিরপুর ও দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
(এমএজে/এএস/নভেম্বর ১৯, ২০২৪)