সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট প্রকাশ্য দিবালোকে সদরের ডেমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য সজীব তরফদার হত্যা মিশনে থাকা কিলার আজমল হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

রবিরার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানের নের্তৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কালিয়া বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার কিলার আজমল বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের আরিজুল ইসলামের ছেলে। গত ৫ নভেম্বর দুপুরে দশানী-রামপাল সড়কের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাছে মসজিদের সামনে মোটরসাইল গতিরোধ করে সন্ত্রাসীরা বিএনপি নেতা সজীব তরফদারকে গুলি ও কুপিয়ে হত্যা করে ।

সদর থানার ভারপ্রপার্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এতথ্য নিশ্চিত করে হানান, বিএনপি নেতা সজীব তরফদার হত্যাকান্ডের ঘটনায় এরআগে গত ৮ নভেম্র রাতে হত্যা মিশনে কিলান আবু বক্কার শিকদার (৫৭) নামের এক ঘাতককে পিরোজপুরের কাউখালি উপজেলার হুগলি বাটকা গ্রাম থেকে গ্রেফতার করে। তার কাছ থেতে এক রাউন্ড গুলিসহ হত্যার কাজে ব্যবহৃত দুটি আগ্নেঅস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহত সজীবের স্ত্রী নাইমা ফারহানা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৯ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই হত্যা মিশনে অংশ নেয়া দুই কিলারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

(এসএসএ/এএস/নভেম্বর ১৮, ২০২৪)