স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে পরিবেশগত ছাড়পত্র বিহীন অবৈধ  ২ টি  ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে । সোমবার (১৮ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী'র নেতৃত্বে টাঙ্গাইল জেলার কালিহাতি ও ঘাটাইল উপজেলার ২ টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় কালিহাতি উপজেলার জয়নাবাড়ী এলাকার মেসার্স বেষ্ট ব্রিকসকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা, কাঁচা ইট ধ্বংস ও ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। অপরদিকে ঘাটাইল উপজেলার সিংগুরিয়া এলাকায় অবস্থিত মেসার্স মিশাল ব্রিকসকে ভাটা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করে মোবাইল কোর্ট।

এ সময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক মিয়া মাহমুদুল হক,সহকারী পরিচালক তুহিন আলম ও বিপ্লব কুমার সূত্রধর উপস্থিত ছিলেন।

এসময় যৌথবাহিনির সদস্য গণ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল এর সহকারী পরিচালক তুহিন আলম জানান,পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটাগুলোতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

(এসএএম/এএস/নভেম্বর ১৮, ২০২৪)