সোনারগাঁয়ে মেঘনা পাল্প এন্ড পেপার (টিস্যু) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির, মেঘনা পাল্প এন্ড পেপার (টিস্যু) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ। সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা পাল্প এন্ড পেপার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়,সকালে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
আগুন লাগার খবর পেয়ে সোনারগাঁ, গজারিয়া,গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে, তবে ক্ষয় ক্ষতির পরিমাণ তাৎখানিক জানা যায়নি। কারখানার শ্রমিকরা জানায়,ফ্রেস টিস্যুর উৎপাদনকারী এই পেপার অ্যান্ড পাল্প কারখানাটি চার তলা ভবন। ভোরেও কারখানায় কাজ চলছিল। হঠাৎ নীচতলায় আগুন দেখতে পায় শ্রমিকরা। এ সময় কারখানায় থাকা শ্রমিক-কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে। তবে কারখানাটিতে বিপুল পরিমাণে কাঁচামাল, পেপার ও প্রস্তুতকৃত টিস্যু থাকায় আগুন বেড়ে যায়। পরে শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জানান,সকাল ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫ টার মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
যেহেতু এটি একটি টিস্যু কারখানা মুহূর্তেই সব ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়,আগুন নিয়ন্ত্রণে চার ঘন্টা সময় লেগেছে বলে জানান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
(এসএএইচবি/এএস/নভেম্বর ১৮, ২০২৪)