ঈশ্বরদীতে পরিত্যক্ত ডোবায় মিললো শিশুর লাশ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে বাড়ির পাশের পরিত্যক্ত ডোবার পানিতে উদ্ধার মেহরাজ (৩) নামের ১ শিশুর মরদেহ। রবিবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদী এলাকা থেকে এই মরদেহ উদ্ধার হয়।
নিহত শিশু মেহরাজ উপজেলার সাঁড়া ইউনিয়নের পুরাতন ঈশ্বরদী এলাকার রশিদুলের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালের খাওয়া শেষে প্রতিবেশী শিশুদের সাথে খেলছিলো মেহরাজ। এসময় বাড়ির সদস্যরা গৃহস্থালি নানা কাজে ব্যস্ত ছিল। যেকারনে সকলের চোখের আড়ালে বাড়ির পাশের পরিত্যাক্ত ডোবায় জমে থাকা পানিতে ডুবে যায় শিশুটি। শিশু মেহরাজকে কোথাও না পেয়ে খুজতে থাকেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে তাকে বাড়ির পাশের পরিত্যাক্ত ডোবায় জমে থাকা পানিতে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। উদ্ধরের পর তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ জানান, ডোবায় ডুবে শিশু মৃত্যুর খবর পেয়েছি।
(এসকেকে/এএস/নভেম্বর ১৭, ২০২৪)