সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় আলেম সমাজকে কটাক্ষ করে অকথ্য ভাষা ব্যবহার করে বক্তব্য দেয়ায় তীব্র নিন্দায়  প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে স্থানীয়  আলেম সমাজ।

গতকাল সন্ধায় উপজেলার টোক নয়ন বাজার ও বীর উজলী বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন টোক ইউনিয়নের তৌহিদী জনতনা ও আলেম সমাজ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলেম উলামাদেরকে নিয়ে অমারিন মন্তব্য করেন টোক ইউনিয়নের বড়চালা গ্রামের অবসর প্রাপ্ত সেনাসদস্য মো: রফিকুল ইসলাম রতন। তার বিচারের দাবিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক সুপার মাওলানা আব্দুল মান্নান সরকার, মাওলানা হেলাল উদ্দিন বেলালী, মাওলানা সোহাইল আহম্মেদ, আব্দুল গাফ্ফার আজাদী, আব্দুস সামাদ প্রমুখ।

বক্তারা বলেন, অতিবিলম্বে রতনকে স্ব শরীরে এসে আলেমদের কাছে ক্ষমা চেয়ে তওবা করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলনের ডাক দেয়া হবে। সরকারের নীতি নির্ধারনী পর্যায়ে যারা রয়েছেন তারা এই রতনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানের কারণে প্রতিবাদ সভা থেকে তার বিচারের জোড় দাবি জানানো হয়।

(এসকেডি/এএস/নভেম্বর ১৭, ২০২৪)