কেপিএম এলাকা থেকে ৮ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস ১নং গেইট এর পাশ থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধায় খবর পেয়ে স্নেক রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজরগটি উদ্ধার করে। পরে কাপ্তাই বনবিভাগকে বিষয়টি তারা অবহিত করে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার এসএম মহিউদ্দিন চৌধুরী জানান, অজগরটি প্রায় ৮ ফুট লম্বা এবং ওজন ১০ কেজি হবে। এছাড়া অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করার পর আগামীকাল রবিবার কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
(আরএম/এএস/নভেম্বর ১৬, ২০২৪)