রাজবাড়ীতে তানভীর হত্যার বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ মিছিল
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে কলেজ শিক্ষার্থী মোঃ তানভীর শেখ (২২) এর হত্যা কারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা। আজ শনিবার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল থেকে স্লোগান দিতে দিতে তারা পান্নাচত্তর এলাকা হয়ে ১ নম্বর রেলগেট এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। পরে সেখানে তারা সড়কে বসে কিছুক্ষণ বিক্ষোভ করে।
বিক্ষোভ কর্মসূচি থেকে নিহত তানভীরের বন্ধু ও সহপাঠীরা বলেন, গত ১২ তারিখ রাতে দুর্বৃত্তদের হামলায় নির্মম ভাবে নিহত হয় আমাদের সহপাঠী তানভীর। আমরা তানভীররে জানাজার সময় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য। গতকাল রাতে সেই ৪৮ ঘন্টা শেষ হয়েছে। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনাই। তানভীর হত্যাকারীদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যার্থ। আমরা অবিলম্বে তানভীর হত্যাকারীদের গ্রেপ্তার চাই এবং তাদের ফাঁসি চাই। আজকের মধ্যে তানভীর হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে আমরা আগামীকাল দুপুর সাড়ে ১২ টার দিকে বৃহৎ পরিসরে বিক্ষোভ করবো। আমরা যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকান্ডের বিচার পাচ্ছি আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো।
গত ১২ নভেম্বর রাত ৯ টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর ৩নং ওয়ার্ডের সার্বজনীন দূর্গা মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে তানভীর শেখ কে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৩ নভেম্বর নিহত তানভীরের মামা মোঃ আলম শেখ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ হত্যার সাথে জড়িত এজাহার নামীয় কাজল(২১) ও রহিম শেখ(৩০) নামের ২ আসামিকে গ্রেপ্তার করে।
(একে/এসপি/নভেম্বর ১৬, ২০২৪)