দীপক চন্দ্র পাল, ধামরাই : সকালে অমল ব্যানাজী, বিকেলে লীলা কীর্তনিয়া পূস্প রানী দাসী রাধা কৃঞ্চের লীলা কীর্তন পরিবেশন করে মাতিয়েছে ভক্তদের। “অমৃত ভক্তের” অনুসৃতপথ ধরে ১০ নভেম্ববর থেকে ১৭৬তম উৎসবের  প্রার্থনায় ব্রতী হয়েছে। লাখো ভক্তের আগমনে মূখরিত মেলাঙ্গন। আজ শনিবার উৎসবের আর্কষনীয় পর্ব রাধা কৃঞ্চের নৌকা বিলাশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ নভেম্ববর ধর্মীয় সভার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

অমৃতলাল ভক্তের আশ্রম ও এই বৃহৎ পুকুর পার ঘীরেই মূলতঃ এই উৎসব। কথিত রয়েছে নানা রোগ নিরাময় ও শান্তির প্রত্যাশায় অমৃতলাল ভক্তের এই বৃহৎ পুকুরে আগত ভক্তরা স্নান কার্য় সম্পন্ন করে থাকে মুক্তি পাবার আশায়। হাজারো ভক্ত পুকুরে স্নানকার্য সম্পন্ন করছে উৎসবে এসে।

ঢাকার অদুরে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল অমৃত ভক্তের পুকুর পার এখন এক তীর্থ স্থানে পরিণত হয়েছে। ১৭৬ বছর পূর্বে সাধক পূুরুষ অমৃত লাল ভক্ত মূূলতঃ ধর্মীয় চেতনায় সপ্তাহ ব্যাপী এই উৎসব ও তার মেলার গোড়া পত্তন করেছিলেন। কালের বির্বতণে আজ সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এই উৎসব হয়ে উঠেছে সার্বজনীন।

প্রতি বছরের মত এবারো ১০ নভেম্বর রবিবার থেকে শুরু হয়েছে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল অমৃত ভক্তের সপ্তাহ ব্যাপী এই ধর্মীয় উৎসব।গীতা পাঠের মধ্য দিয়ে এ উৎসব শুরু হলেও বুধবার অধিবাস কীত্তনের মধ্য দিয়ে এই উৎসবের মূল অনুষ্ঠান শুরু হয় বলে জানান উৎসব কমিটির শ্রীভজহরি ভৌমিক।

সপ্তাহব্যাপী এ উৎসবে আগত ভক্তবৃন্দের জন্য প্রতি দিন প্রসাদ বিতরনের ব্যবস্থা রয়েছে বলে উৎসব কমিটির পক্ষ থেকে জানান আযোজক কমিটির গৌরপদ সরকার।এই উৎসবে লাখো ভক্তের সমাগমে মিলন মেলায় পরিনত হবে বলেন।

এই উৎসবে বিভিন্ন স্থান থেকে আগত আটটি কীর্তনীয়া দল অংশ নিয়েছে এই ধর্মীয় উৎসবে।
গতকাল শুত্রবার অনুষ্ঠিত হয়েছে এই উৎসবের প্রধান আর্কষনীয় শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালী লীলাস্মরণ অনুষ্ঠান। লীলা কীর্ত্তন পরিবেশনায় ছিলেন ফরিদপুরের অমল ব্যানাজী, বগুড়ার পূস্প দাসী, বগুড়ার উত্তম সাহা, ঢাকার ধামরাইয়ের ভজহরি ভৌমিক। শিল্পী ভজহরি ভৌমিক বলেন, এমন মহতী অনুষ্ঠান ও লাখো ভক্তের আগমনে উৎসব মুখরতা বিরাজ করছে।

১৭ নভেম্বর সকালে অনুষ্ঠিত হবে শ্রী মদ্ভাগবত গীতাপাঠ, গীতপাঠ করবেন অধ্যাপক গুরুদাস মন্ডল মহাশাস্ত্রী। চৌদ্দমাদল অনুষ্ঠান সহ তারক ব্রহ্ম হরিনাম সুধা বিতরণ ও কুঞ্জ ভঙ্গ এবং ধর্মসভা শেষে, ভক্তকুন্ড প্রদক্ষিন,মোহনত বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহ ব্যাপী “অমৃতভক্তের ১৭৬তম বাৎসরিক এ উৎসব।

উৎসব কমিটির সভাপতি নগেন্দ্র নাথ সরকার বলেন, অত্যন্ত শান্তি পুর্নভাবে আগত হাজারো মানুষের মাঝে প্রসাদ বিতরন হচ্ছে।উৎসবে এ কয়দিন চলবে।সার্বজনীন সহযোগিতায় এ উৎসব চলছে। এই ভক্তের উৎসব মেলাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদের এই মেলাঙ্গন জুড়ে বিভিন্ন ধরনের দোকান পসার, স্টল, বেদীনিদের চুড়ি, বাঁশ-বেত, মাটির তেরী তৈজষপত্র, ধামরাইয়ের ঐতিহ্যবাহী তামা-কাঁসা শিল্পের ষ্টল সহ প্লাষ্টিক, মেলামাইন, এ্যালমোনিয়ামের দোকান বসেছে। পাশাপশি মিষ্টি সহ নানা ধরনের খাবারের দোকান। মেলায় নাগর দোলার কড়কড় শব্দে শিশু-কিশোররা মেতে উঠছে গোটা সপ্তাহ জুড়ে।

(ডিসিপি/এসপি/নভেম্বর ১৬, ২০২৪)