রৌমারী বিএনপির কর্মী সমাবেশ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : দীর্ঘদিন পর রৌমারী বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশ স্থলে উপস্থিত হয়।
দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা থেকে আগত বিএনপি’র সহ সভাপতি আলহাজ আব্দুল আজিজ, খ ম শাহজাহান আলী, মো. হায়দার আলী, যুগ্ম সম্পাদক আলহাজ সোহেল হোসনাঈন কায়কোবাদ আসন গ্রহনের পর মূল সমাবেশ শুরু হয়। আলহাজ আজিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রৌমারী বিএনপি’র সাধারণ সম্পাদক সাহেদ হোসেন সোনা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, যাদুর চর ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান, শৌলমারী ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন, রৌমারী সদর সভাপতি আব্দুল কালাম, বন্দবেড় সভাপতি প্রভাষক আব্দুল হাই, দাঁতভাঙ্গা সভাপতি (ভারপ্রাপ্ত) ফজল উদ্দিন, যুবদল সভাপতি রফিকুল ইসলাম সোহেল, ছাত্রদলের নাজিম উদ্দিন প্রমূখ। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়নসহ স্থানীয় সকল স্তরের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন। সমাবেশটি সঞ্চালন করেন যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু।
(আরআইএস/এএস/নভেম্বর ৩০, ২০১৪)