স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ‘এইচডিও’ এর প্রধান কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার আলমনগর দাখিল মাদ্রাসা মাঠে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. শহিদুল ইসলাম। সংগঠনের সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা লাল মাহমুদ, সাতক্ষীরা জেলার তালা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, দেয়াড়া মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু, ৮নং দেয়াড়া মডেল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, সংগঠনের উপদেষ্টা যশোর জর্জ কোর্টের এ্যাডভোকেট এ্যাড. বিল্লাল হোসেন , ব্যবসায়ী ও সমাজ সেবক তৌফিকুজ্জামান পায়েল।

সংগঠনের সহ সভাপতি রোকনুজ্জামান সোহেলের সঞ্চলনা আরো উপস্থিত ছিলেন, আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.জেড.এম পারভেজ মাসুদ, বাজে দুর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান শিমুল, নারঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রহমান, সহ সভাপতি ইয়াসিন আরাফাতসহ সংগঠনের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে তিনজন শিক্ষার্থীকে ১২‘শ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া অসহায় ও দুঃস্থদের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।

(এসএমএ/এএস/নভেম্বর ১৫, ২০২৪)