যশোর প্রতিনিধি : দেশের চলচ্চিত্র প্রেমীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে যশোরের ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হল। শুক্রবার সকালে যশোর মণিহার সিনেমা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে মনিহার সিনেপ্লেক্স এর উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে প্রেক্ষাগৃহটি ডিজিটাল যুগে আরও একধাপ এগিয়ে গেল।

দক্ষিণ এশিয়ার মধ্যে মনিহার সিনেপ্লেক্স ছিল দ্বিতীয়, যা সিনেমা প্রেমীদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। আধুনিক সিলভার স্ক্রিন এবং ডলবি সাউন্ড সিস্টেম এর মাধ্যমে দর্শকরা এখন আরও উন্নত মানের সিনেমার অভিজ্ঞতা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল সোয়া দশটায়। যেখানে এস ইসলাম এন্ড সন্স এর পরিচালক নেহাল নাদির ফিতা কেটে সিনেপ্লেক্সের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর মণিহার সিনেমা হলের স্বত্ত্বাধিকারী জিয়াউল ইসলাম মিঠু, মণিহার সিনেমা হলের ব্যাবস্থাপক ফারুক হোসেন, তোফাজ্জেল হোসেন এবং অন্যান্য গুণীজন।

উদ্বোধনের প্রথম দিন সাকিব খান অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘দরদ’ প্রদর্শিত হয়। যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ৬৬ আসনবিশিষ্ট এই আধুনিক সিনেপ্লেক্সে সিনেমা উপভোগের জন্য এসেছে একাধিক দর্শক। যারা অভ্যস্ত বড় পর্দার সিনেমা অভিজ্ঞতায় নতুন দিগন্ত খুঁজছেন।
১৯৮৩ সালের ৮ ডিসেম্বর যশোরের ঐতিহ্যবাহী মণিহার প্রেক্ষাগৃহ যাত্রা শুরু করে ১৪শ ৩০ আসন নিয়ে। চলতি বছরে এই সিম্পল হল নতুন রূপে মনিহার সিনেপ্লেক্স হিসেবে প্রবেশ করেছে। যেখানে ডিজিটাল প্রযুক্তি এবং আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে দর্শকদের জন্য সিনেমা দেখার অভিজ্ঞতা একেবারে নতুন এক মাত্রায় পৌঁছেছে।

মনিহার সিনেপ্লেক্সের উদ্বোধনটি যশোরের সিনেমা অঙ্গনে এক নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে দর্শকরা শুধু সিনেমা নয়, বরং এক ভিন্ন ধরনের বিনোদনের অভিজ্ঞতা পাবেন। সিনেমার প্রতি যশোরবাসীর আগ্রহ ও ভালোবাসা এক নতুন মাত্রায় বৃদ্ধি পাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

(এসএমএ/এএস/নভেম্বর ১৫, ২০২৪)