ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবসে শোভাযাত্রা, আলোচনা সভা
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : বিভিন্ন আয়েজনে ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। 'ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার' প্রতিপাদ্য বিষয়টিকে সামনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা আয়োজন করে ফরিদপুর ডায়াবেটিক সমিতি।
বৃহস্পতিবার সকাল ৯ টায় ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা ওই শোভাযাত্রাটির উদ্ভোধন করেন। ফরিদপুর জেলা পুলিশের ব্যান্ড দলের বাদ্য পরিবেশনায় ওই শোভাযাত্রায় অংশগ্রহন করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, ফরিদপুরের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.এস.এম আলী আহসান, ফরিদপুর ডায়েবিটিস সমিতির এতহক কমিটির আহবায়ক মীর মো. নাসির হোসেন, সদস্য সচিব প্রফেসর শেখ আবদুস সামাদ প্রমুখ। এছাড়াও অধ্যাপক রবীন্দ্র নাথ সাহা, চিত্ত রঞ্জন ঘোষ, প্রফেসর ডা. মো. জহিরুল ইসলাম মিয়া, ডা. মো. মোসলেম উদ্দিন, ফরিদপুর ডায়াবেটিস সমিতির কর্মকর্তা শহিদুল হাসানসহ ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ওই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
রোড শো শেষে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলায় অবস্থিত হলরুমে ডেপুটি চিপ মেডিকেল অফিসার ডা. এএফএম কামাল এর সঞ্চালনায় দিবসটি উপলক্ষে একআআলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর ডায়াবেটিক সমিতির এডহক কমিটির আহবায়ক মীর নাসির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
সভার ডায়াবেটিস বিষয়ে সচেতনামূলক প্রচার প্রচারণার অংশ হিসেবে একটি সুন্দর (প্রজেক্টের ও পাওয়ার পয়েন্ট) উপস্থাপনা করেন ফরিদপুর ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খলিফা মাহমুদ ওয়ালিদ।
এছাড়াও, দিবসটি উপলক্ষে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের বহির্বিভাগে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস রোগ সনাক্ত পরীক্ষার জনসচেতনায় পোষ্টার, লিফলেট বিতরন, মাইকিং করে আয়োজকেরা।
এছাড়া, বিশ্ব ডায়েবিটিস দিবস উপলক্ষে ফরিদপুরের বেশ কিছু হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা চালাতে দেখা গেছে।
(আরআর/এএস/নভেম্বর ১৪, ২০২৪)