বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের রোনগর গ্রামে ১২ শতক জমির ধরন্ত লাউয়ে গাছ ও শত শত ছোট-বড় লাউ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মোঃ আলমগীর হোসেন মোল্লা নামের এক চাষী নিজ উদ্যোগে তার জমিতে উন্নত জাতের হাইব্রিড লাউ চাষ করেন। শ্রাবণ মাসের দিকে বাড়িতে চারা তৈরি করে একমাস পরে জমিতে সেই চারা গুলো রোপন করেন। হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাঁশের মাচা, স্যার, ঔষধ, ভিটামিন, শ্রম দিয়ে ২৫ হাজার টাকা খরচ করে লাউ চাষের ক্ষেত তিনি তৈরি করেন। অনেক স্বপ্ন ছিল লাউ চাষ করে তিনি স্বাবলম্বী হবেন। সেই স্বপ্ন আর আলোর মুখ দেখেনি দুর্বৃত্তরা সেই স্বপ্ন ১২ নভেম্বর রাতে নষ্ট করে দিয়েছে। ওই চাষীর ছেলে রহমত মোল্লা ও তার সহধর্মিনী মোছাঃ হেলেনা বেগমের একান্ত সহযোগিতায় সবুজ ও সতেজ হয়ে পড়ে লাউয়ের ক্ষেত এবং অসংখ্য গাছে লাউ আসে ধরন্ত অবস্থায় লাউ গাছে ঝুলতে থাকে।

৪ সদস্যের পরিবারের কথা চিন্তা করে ও মানুষের সবজির চাহিদা মিটাতে তিনি লাউ চাষ শুরু করেন।এবারের মৌসুমে তিনি ৫০ থেকে ৬০ হাজার টাকার সম্ভাবনা ছিল। একজন চাষীর লাউ ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা? চরম অমানবিক কাজ ও ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এই লাউ চাষীর পরিবারটি এখন মানবেতর জীবন যাপন করছে।

ভুক্তভোগী রহমত মোল্লা জানান, এই ঘটনার কয়েকদিন পূর্বে তাদের লাউ ক্ষেত থেকে প্রায় ১৫ থেকে ২০টি লাউ চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার উত্তম কুমার বিশ্বাস বলেন, সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত কৃষককে সরিষার বীজ ও সার প্রদর্শনী দেওয়া হবে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আলমগীর হোসেন মোল্লা ১৪ নভেম্বর মহম্মদপুর থানায় অজ্ঞাতনামা একটি অভিযোগ করেছেন বলে তিনি নিশ্চিত করেন।

(বিএস/এসপি/নভেম্বর ১৪, ২০২৪)