ফরিদপুরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, ফরিদপুর জেলা শাখার ব্যানারে একটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির সভাপতি মো. শুকুর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানেয় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, ফরিদপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নিতাই রায়, ফরিদপুর জেলা দেশ বাঁচাও মানব বাঁচাও এর সাধারণ সম্পাদক রুবেল চোকদার, ডাংগি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, যুবদল নেতা আবুল মাতব্বর, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি করে তারা বলেন, স্বৈরাচারের এজেন্ট হয়ে বিগত দিনে যারা কাজ করেছে তাদের ধরে এনে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা উদ্ধার করে জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে জানান বক্তারা।
এছাড়া, ইদানিং ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে মনগড়া রিপোর্ট করছে দাবি করে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন ভারতীয় মিডিয়া। এগুলোকে গুরুত্ব না দেবার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে যে তিনজন উপদেষ্টা কে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা বিগত দিনে আওয়ামী লীগের সুযোগ সুবিধা গ্রহণ করেছিলো। এসময় নতুন তিনজন উপদেষ্টাকে শেখ হাসিনার দোসর আখ্যায়িত করে ওই নিয়োগের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাদের দ্রুত পদত্যাগে বাধ্য করতে বা দায়িত্ব থেকে অব্যাহতি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করেন বক্তারা।
(আরআর/এএস/নভেম্বর ১২, ২০২৪)