তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ পাখি শিকারীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত কারাদন্ডের আদেশ দেন।

এ সময় বন ভবন ঢাকার বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক, আব্দুল্লাহ-আস-সাদিক উপস্থিত ছিলেন।

প্রতীক দত্ত বলেন, বন ভবন ঢাকার বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামের বটতলায় অভিযান চালিয়ে ৪০টি অতিথি পাখি সহ শিমুল বাড়ী গ্রামের মহেন্দ্র বল্লভের ছেলে সুনীল বল্লভ (৫৩), ঘাঘরকান্দা গ্রামের আফজাল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (২৬) ও হাতেম আলী (২২) কে আটক করা হয়।

এদের মধ্যে সুনীল বল্লভকে ১ মাস ও মহিদুল ইসলাম এবং হাতেম আলীকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

উদ্ধারকৃত অতিথি পাখিগুলো হাজরাবাড়ির বিলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। তিনি বলেন, দেশব্যাপী আমাদের এই ধরনের অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে।

(টিবি/এসপি/নভেম্বর ১২, ২০২৪)