স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলের আয়োজনে খাল পরিস্কার ও পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক ফাতেমা বেগমের সার্বিক তত্ত্বাবধানে খাল পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেরা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।

উদ্বোধন শেষে যুবদের জন্য ফাউন্ডেশন ও যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলের যুব প্রশিক্ষণার্থীদের সহযোগিতায় নগর জলফৈ খাল পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ বলেন, সারাদেশের ন্যায় যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলেও বিশেষ একটি খাল বা জলাশয় পরিস্কার কর্মসূচী শুরু হয়েছে। যুবদের জন্য ফাউন্ডেশনের পক্ষে আমরা যারা এ কর্মসূচীতে অংশ গ্রহণ করতে পেরেছি তারা অনেক খুশি। আমরা পরবর্তীতে এখানে কিছু মাছ উন্মুক্ত করবো এবং এই নগর জলফৈ খালের যত্ম নেবো।

যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক ফাতেমা বেগম বলেন, জাতীয় যুব উন্নয়ন দিবস উপলক্ষে সারা বাংলাদেশে ৬৪ টি জেলায় ৬৪ টি খাল পরিস্কারের অংশ হিসেবে আমরা টাঙ্গাইল জেলায় নগর জলফৈ খালটিতে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলে বিভিন্ন বিষয়ে উপস্থিত প্রশিক্ষণার্থী ও যুবদের জন্য ফাউন্ডেশনের সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে নগর জলফৈ খালটি পরিস্কার করেছেন এ জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলের কর্মরত কর্মকর্তা-কর্মচারী, যুবদের জন্য ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শ্রেণির যুব প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/নভেম্বর ১২, ২০২৪)