সুবর্ণচরে চলাচলের জায়গা বন্ধ করে দিলেন প্রতিপক্ষ! প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালী সুবর্ণচরে এক অসহায় পরিবারের নিজ মালিকীয় বসতঘর বাড়ির ৭০ বছরের অধিক চলাচলের এক মাত্র জায়গাটি বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে, এতে বন্দী রয়েছে ঐ বাড়ীর একাধিক পরিবার, শিক্ষার্থী, শিশু কিশোরসহ পরিবারের সদস্যরা এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
১১ নভেম্বর (সোমবার) ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম চর জুবিলী গ্রামের বাসার মিয়ার বাড়ীতে।
ভুক্তভোগী পরিবার, থানায় লিখিত অভিযোগ এবং সরজিমনে গিয়ে জানাযায় চর জুবিলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম চরজুবিলী গ্রামের বাসার মিয়া তার বাড়ীটিতে ৭০/৭৫ বছর ধরে বসবাস করছেন, প্রতিবেশী পশ্চিম চরজুবিলী গ্রামের মৃত সৈয়দ মুন্সির পুত্র মোঃ আবু্ল কাশেম (৫২), মোঃ হারুন (৪৮), আবুল কাশেমের পুত্র জসিম উদ্দিন (৩৭)সহ অজ্ঞাত ৪/৫ জনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা জোর পূর্বক তাদের এক মাত্র চলাচলের রাস্তাটি গাছের খুটি, বল্লম দিয়ে বন্ধ করে দেন।
এ নিয়ে প্রতিবাদ করলে মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়া হয়। ভুক্তভোগী আবুল বাসারের ছেলে জাকির হোসেন স্খানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছে বিচার চাইলেও আবুল কাশেম সালিশ বিচারের তোয়াক্কা না করে ৮/১০ দিন ধরে ঐ ৪ টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে রেখেছেন এতে স্কুলে যেতে পারছেন না ঐ পরিবারের কোমলমতি শিক্ষার্থীরা, নিত্য দিনের কাজ করতেও ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবার গুলোর।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী মোঃ আলী , মোঃ স্বপন বলেন কাশেম মিয়া ৮/১০ দিন ধরে জোর পূর্বক তাদের চলাচলের জায়গা বন্ধ করে দিয়েছে এলাকাবাসী প্রতিবাদ করলেও কারো কথা তিনি মানেন না, গ্যাড়ত্যাড়া প্রতিকৃতির মানুষ তিনি, আমরা এমন ন্যাক্ক্যারজনক ঘটনা আমরা তার এ অমানবিক আচোনের উপযুক্ত বিচার চাই।
অভিযুক্ত কাশেমকে ঘটনার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আমি অপরাধ করেছি, রাস্তা আমি বন্ধ করে দিয়েছি পারলে তারা কিছু করে দেখাক।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, একজন এসআইকে দ্বায়িত্ব দেয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
(আইইউএস/এএস/নভেম্বর ১২, ২০২৪)