ঈশ্বরদীতে মোহনা টিভি'র বর্ষপূর্তি উদযাপন
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে সাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা’র ১৪তম বর্ষপূতি উদযাপিত হয়েছে। আজ সোমবার দুপুরে আড়ম্বর পরিবেশে শহরের পোস্ট অফিস মোড়স্থ একটি রেস্টুরেন্টে কেক কাটা এবং আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপিত হয়।
মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হোজ্জাতুল্লা হীরার সভাপতিত্বে এবং দৈনিক যায়যায়দিন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি খালেদ মাহমুদ সুজনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য এবং পাবনা জেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, সাবেক সভাপতি এসএম রাজা, দৈনিক উত্তর জনতার সম্পাদক ববি সরদার, কালেরকন্ঠ প্রতিনিধি শেখ মেহেদী হাসান, মানবকন্ঠ প্রতিনিধি শেখ মহসীন, আশরাফুল ইসলাম সবুজ, সোহেল হোসেন, হাফিজুর রহমান হাফিজ, বায়েজিদ বোস্তামি, মাহফুজুর রহমান প্রমূখ।
(এসকেকে/এসপি/নভেম্বর ১১, ২০২৪)