মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আজ সোমবার ভোর ৪ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বর্তমান জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। মরহুম আব্দুর রহমানের স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।

মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের মৃত্যুর ৮ ঘন্টা পর বড় বোন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রিজিয়া খাতুন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রিজিয়া খাতুন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজ পাড়ায় তাঁর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

ছোট ভাইয়ের মৃত্যুর ৮ ঘণ্টা পর বড় বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোমবার বাদ আসর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই ভাই বোনের জানাজার নামাজ একসাথে অনুষ্ঠিত হয়।

(এস/এসপি/নভেম্বর ১১, ২০২৪)