নবীন শিক্ষার্থীদের বরণ করলো গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষে ভর্তিকৃত স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি বংশোদ্ভুত উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান, বশেমুরবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অতিথিদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় অসংখ্য সমস্যায় নিমজ্জিত রয়েছে। তবে টানেলের শেষে আমি আলো দেখছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, প্রশাসনিক পুনর্গঠন, অবকাঠামোগত উন্নয়ন, গবেষণাখাতে উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কোন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন, ছাত্র সংগঠনগুলোকে আরো বেশি সক্রিয় করা এবং এই বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে কোনো শিক্ষার্থী যদি ধ্যানমগ্ন হয়ে পড়াশোনা করে, তার অর্জিত জ্ঞান অবশ্যই একাডেমিক কিংবা পলিসি মেকিংয়ে কাজে লাগবে। তাই প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষার তিনটি পর্যায় সম্পর্কে অবগত থাকতে হবে। আর তা হলো ইনফরমেশন, নলেজ এবং উইজডম।
(টিবি/এসপি/নভেম্বর ১১, ২০২৪)