সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহাম্মেদসহ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল রবিবার সন্ধ্যায় বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তাদের নামে ৪ আগস্ট বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র জনতার উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন[- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, বাগেরহাট পৌর সভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের কর্মকর্তা (এপিএস) রেদওয়ান আহমেদ চয়ন ও যুবলীগ নেতা কুট্টি খান।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের এই চার নেতাকর্মীকে গ্রেফতারের পর রাতে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে ৪ আগস্ট বাগেরহাটে ছাত্র জনতার বিরুদ্ধে হামলার ঘটনায় মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ সোমবার বিকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ১১, ২০২৪)